Posts

Amar Haat Bandhibi Song Lyrics In Bengali

Amar Haat Bandhibi Song Lyrics In Bengali : আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরান বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরান বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরান বান্ধিবি কেমনে? আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরই জ্বালা, না হয় হইলো সে মোরই অঙ্গেরই মালা। আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরই জ্বালা, না হয় হইলো সে মোরই অঙ্গেরই মালা। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে? আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি কপাল বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরান বান্ধিবি কেমনে? ...

Take Bole Diyo Song Lyrics In Bengali :

Take Bole Diyo Song Lyrics In Bengali : তাকে বলে দিও, যেনো আটকে না থাকে আর আমার অভ্যেসে। আর বলে দিও, তাকে চাইনা আমার পাশে। তাকে বলে দিও, যখন আজও বৃষ্টি খুঁজেছি মেঘলা আকাশে, আমি একবারও তাকে চাইনি আমার পাশে। আমি থাকতে চাই নিয়ে একলা মন, আর একলা দেশ, তবু সান্ত্বনা আমি চাইছিনা পেতে আর.. আমি রাখতে চাই, ভালো থাকতে চাই নিজে একলা বেশ, আমি ফিরতি পথ ধরে চাইছিনা যেতে আর ... বলে দিও, বলে দিও, বলে দিও তুমি তাকে.. বলে দিও.. তার যে কত গান তোলা ছিল আমার নামে, আজও তাই গেয়ে সন্ধ্যে হয়, রাত নামে। জানি, সে আমাকে চায়নি, তার কোনো গান ভোলা যায়নি। আমার সঙ্গে থাক, এই নিভতে থাকা দিনের আলো আর রং মেশাক এই অসহায় বুকে.. তাকে বলে দিও, আমি নিজেকে লুকিয়ে আজও তাকেই ভালোবাসি, আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে। তাকে বলে দিও, যখন অর্ধমৃত মনের শরীর ছুঁয়ে আসি, খুব লজ্জা পাই, তাই থমকে গিয়েছি দূরে ... আমি হাত বাড়াই, তবু সামলে যাই, বলি নিজেকে, আমি সান্ত্বনায় পেতে চাইছি না কিছু আর। আমার আজীবন, এই দিনযাপন যদি যায় ডেকে, একা বাঁচবো তাই, ফিরে চাইবো না পিছু আর .. ...

Ekla Ghor Lyrics In Bangla

Ekla Ghor Lyrics In Bangla : এই   একলা   ঘর   আমার   দেশ আমার   একলা   থাকার   অভ্যেস ভাবি   কিছুতেই   ভাববো   না   তোমার   কথা বোবা   টেলিফোনের   পাশে   বসে তবু   গভীর   রাতের   অগভীর   সিনেমায় যদি   প্রেম   চায়   নাটুকে   বিদায় আমি   আচ্ছন্ন   হয়ে   পড়েছি   আবার দেখি   চোখ   ভিজে   যায়   কান্নায়  (x2) না   না   কাঁদছি   না .. তোমায়   ভাবছি   না .. মনে   পড়ছে   না   তোমাকেই .. তবু   যাচ্ছি   কি ,  ফিরে   যাচ্ছি   কি সেই   ফেলে   আসা   অতীতেই সেই   ক্ষতিতেই বন্ধুদের   ভিড়েও   একলা   একলা   আমি খুঁজে   ফিরি   লক্ষ্য   আমার পাল্টাচ্ছে   না   এই   অবস্থাটা যদিও   পাল্টে   যাওয়াই   দরকার তোমার   বাড়ির   পথে   চলেছি   আবা...