Take Bole Diyo Song Lyrics In Bengali :

Take Bole Diyo Song Lyrics In Bengali :

তাকে বলে দিও,
যেনো আটকে না থাকে
আর আমার অভ্যেসে।
আর বলে দিও,
তাকে চাইনা আমার পাশে।

তাকে বলে দিও,
যখন আজও বৃষ্টি খুঁজেছি
মেঘলা আকাশে,
আমি একবারও তাকে চাইনি
আমার পাশে।

আমি থাকতে চাই
নিয়ে একলা মন,
আর একলা দেশ,
তবু সান্ত্বনা আমি চাইছিনা
পেতে আর..

আমি রাখতে চাই,
ভালো থাকতে চাই
নিজে একলা বেশ,
আমি ফিরতি পথ ধরে চাইছিনা
যেতে আর ...
বলে দিও, বলে দিও,
বলে দিও তুমি তাকে..
বলে দিও..

তার যে কত গান
তোলা ছিল আমার নামে,
আজও তাই গেয়ে সন্ধ্যে হয়,
রাত নামে।

জানি, সে আমাকে চায়নি,
তার কোনো গান ভোলা যায়নি।
আমার সঙ্গে থাক,
এই নিভতে থাকা দিনের আলো
আর রং মেশাক এই অসহায় বুকে..

তাকে বলে দিও,
আমি নিজেকে লুকিয়ে আজও
তাকেই ভালোবাসি,
আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে।

তাকে বলে দিও,
যখন অর্ধমৃত মনের শরীর ছুঁয়ে আসি,
খুব লজ্জা পাই,
তাই থমকে গিয়েছি দূরে ...

আমি হাত বাড়াই,
তবু সামলে যাই, বলি নিজেকে,
আমি সান্ত্বনায় পেতে চাইছি না
কিছু আর।

আমার আজীবন,
এই দিনযাপন যদি যায় ডেকে,
একা বাঁচবো তাই,
ফিরে চাইবো না পিছু আর ..

বলে দিও, বলে দিও,
বলে দিও তুমি তাকে..
বলে দিও ...
তাকে বলে দিও ..

Comments

Popular posts from this blog

Bacom

Shayari collection 16

“HOW WE CAPTURED FIRST BLACK HOLE IMAGE?”