Posts

Showing posts from August, 2020

Ami Je Ke Tomar Title Song Lyrics : Armaan Malik

Ami Je Ke Tomar Title Song Lyrics : কেন   যে   মন   খারাপের নেমেছে   রাত   পাড়াতে বসেছি   সব   হারাতে খুজে   দাও ,  খুজে   দাও । যে   পথে   এগিয়েছে   পা সেও   আমায়   চেনে   না আমি   তো   ফিরে   যেতে   চাই আমাকে   ফিরিয়ে   নাও । আমি   যে   কে   তোমার তুমি   তা   বুঝে   নাও ও   আমি   যে   কে   তোমার তুমি   তা   বুঝে   নাও আমি   চিরদিন   তোমারিতো   থাকবো । তোমাকেই   রাত ,  তোমাকেই   ভোর প্রতিদিন   ফিরে   ফিরে   চাই তোমাকেই   সুর ,  তোমাকেই   গান বলো   কেন   এঁকে   এঁকে   যাই । আমি   যে   কে   তোমার তুমি   তা   বুঝে   নাও ও   আমি   যে   কে   তোমার তুমি   তা   বুঝে   নাও । Keno je mon kharaper Nemeche raat parate Boshec...

Tui Chunli Jakhan Song Lyrics In Bengali : Samantaral (Arijit Singh & Sreya Ghosal)

Image
Tui Chunli Jakhan Song Lyrics In Bengali : তুই হাসলি যখন, তোরই হলো এ মন তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন। দুচোখে আঁকছে শীত, বাহারি ডাক টিকিট দুচোখে আঁকলো শীত, বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন। ইতি-উতি কার্নিশে, আলো ছায়া যায় মিশে চলো না কুড়বো আবার এলোমেলো চেনা রোদে বসন্ত যায় যায় যায় জুটে ভালোবেসে জীবন কাবার। গুড়ো গুড়ো করিডোরে, চুপিসাড়ে পাতা উড়ে আজ বাতাস ও মাতাল, বেপরোয়া হাফ ছুটি মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি ভালোবাসে উথাল পাথাল। এতো কথা বলি যাকে, চিনি আমি চিনি তাকে। চোখে চোখে কথোপকথন, তুই ছুঁলি যখন, তোরই হলো এ মন হুম.. তুই হাসলি যখন, তোর ই হলো এ মন। দুচোখে আঁকছে শীত, বাহারি ডাক টিকিট দুচোখে আঁকলো শীত, বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুই ছুঁলি যখন লিরিক্স : Tui haasli jokhon, Tor-i holo e mon Tui chuli jokhon, Tor-i holo e mon Du chokhe ankche sheet Bahari daak ticket Du chokhe anklo sheet Bahari daak ticket Aalshe roder chithi pathalo peon Tui chunli jokhon Tori holo e mon Eti-uti karn...

Tomake Bujhina Priyo Lyrics In Bangla: Chandrani Banerjee

Image
Tomake Bujhina Priyo Lyrics In Bangla: তোমাকে   বুঝিনা   প্রিয় বোঝনা   না   তুমি   আমায় দুরত্ব    বাড়ে   যোগাযোগ   নিভে   যায়  (x2) গরাদ   শোকে   সূর্যমুখী গরাদ   শোকে   সূর্যমুখী খয়েরী   কুঁড়ির   ফুল সূর্য   খুঁজে   বেড়াবে তোমাকে   জানিনা   প্রিয় জানো   না   তুমি   আমায় শীতের   বেড়াল   খেলে ঘাসের   ছায়ায়  (x2) দু   চোখে   তার ..  পান্না   বাহার দু   চোখে   তার ..  পান্না   বাহার কান্না   জমায়   কথায়   কথায় তোমাকে   ডাকি   না   প্রিয় ডাকো   না   তুমি   আমায় জলপ্রপাত   মাতে   রূপোর   মায়ায়  (x2) তুলনা - হীনা   জলের   কিনার তুলনা - হীনা   জলের   কিনার তোমার   চুলের   মতো আনমনে   আঙুল   ডোবায়ে Tomake Bujhina Priyo Lyrics : Tomake Bujhina Priyo Bo...