Ami Je Ke Tomar Title Song Lyrics : Armaan Malik
Ami Je Ke Tomar Title Song Lyrics : কেন যে মন খারাপের নেমেছে রাত পাড়াতে বসেছি সব হারাতে খুজে দাও , খুজে দাও । যে পথে এগিয়েছে পা সেও আমায় চেনে না আমি তো ফিরে যেতে চাই আমাকে ফিরিয়ে নাও । আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ও আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারিতো থাকবো । তোমাকেই রাত , তোমাকেই ভোর প্রতিদিন ফিরে ফিরে চাই তোমাকেই সুর , তোমাকেই গান বলো কেন এঁকে এঁকে যাই । আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও ও আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও । Keno je mon kharaper Nemeche raat parate Boshec...